মহামারি করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য করোনা আইসোলেশন ইউনিট স্থাপনের দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে এ দাবি জানানো হয়। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খুলে দেওয়ার ফলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তাই বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য আলাদা আইসোলেশন জরুরি।
স্মারকলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনা টেস্ট ল্যাব স্থাপন এবং ন্যূনতম ১৫টি আইসিইউ বেড ও ৩০ টি আইসোলেশন বেড স্থাপনের প্রয়োজনীয়তা আছে।
তাছাড়া বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহন করার দাবি জানানো হয়।
স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ২:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |