রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩’ শুরু হবে বুধবার। ‘শিল্প হোক উন্নত মননের সোপান’ প্রতিপাদ্যে চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করবে।
সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের অধ্যাপক গুল নাহার বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক গুল নাহার বেগম বলেন, শিল্পকর্ম প্রদর্শনী উৎসবে ১৬০ জন শিক্ষার্থীর প্রায় ৩০০ শিল্পকর্ম থাকবে। বার্ষিক এই প্রদর্শনীতে শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন’ পুরস্কার এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র তিনটি আলাদা ডিসিপ্লিনের জন্য তিনটি ক্যাটাগরিতে ‘মাধ্যম শ্রেষ্ঠ’ পুরস্কারের সাথে দেশের প্রথিতযশা প্রয়াত কয়েকজন চারুশিল্পীর নামে ‘স্মৃতি পুরস্কার’ প্রদান করা হবে।
অধ্যাপক গুল নাহার বেগম আরও বলেন, এ বছর রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত শিল্পী বনিজুল হক এবং প্রয়াত শিল্পী আসাদুল ইসলামের নামে দুটি স্মৃতি পুরস্কার সংযোজিত হয়েছে।
বুধবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এছাড়া বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু তাহের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবদুস সোবাহান।
এনায়েত করিম
০১৭২৩-২০৫০৮৬
বাংলাদেশ সময়: ৬:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
swapnochash24.com | sopnochas24