রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মেস ভাড়া ৫০ শতাংশ কমানো এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্রফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখা। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে অনলাইনের মাধ্যমে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
স্মারকলিপিতে তাঁরা দুটি দাবি জানান, দাবিগুলো হলো- ‘শিক্ষার্থীদের মেস ভাড়া ৫০ শতাংশ কমাতে হবে’, ‘অস্বচ্ছল শিক্ষার্থী ও মেস ভাড়া নির্ভর মেস মালিকদের জন্য আর্থিক সহায়তা বা ভর্তুকির ব্যবস্থা করতে হবে।’
স্মারকলিপিতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে চার মাসের অধিক সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের একটা বড় অংশই অনাবাসিক অর্থাৎ মেসে থাকেন। মহামারীকালীন বহু শিক্ষার্থীর পরিবার ও নিজের উপার্জন কমে গেছে। অনেক পরিবারের উপার্জন একেবারেই বন্ধ হয়ে গেছে। এ সময় শিক্ষার্থীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। একদিকে আর্থিক সংকট অন্যদিকে মেস মালিকদের তাগাদায় প্রাত্যহিক জীবনযাপনে নেমে এসেছে চরম অশান্তি ও দুশ্চিন্তা। করোনা মহামারী সময়ে অনেক শিক্ষার্থী পরিবার চরম খাদ্য সংকটে পড়েছেন। আর্থিক সংকটে নিমজ্জিত পরিবারগুলোর পক্ষে সন্তানের লেখাপড়ার খরচ বা মেস ভাড়া নির্বাহ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। সেই সাথে যেসব শিক্ষার্থী নিজে উপার্জন করে তার সার্বিক ব্যয় নির্বাহ করতো তাদের উপার্জন বন্ধ হওয়ায় তারা এখন সীমাহীন সংকটে নিমজ্জিত। এমতাবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা একান্ত প্রয়োজন। একই সাথে শিক্ষার্থীদের মেস ভাড়া অন্তত ৫০ শতাংশ কমানো বা মওকুফ করা প্রয়োজন। যে সকল মেস মালিক কেবল মেস ভাড়ার উপর নির্ভরশীল, যাদের উপার্জনের অন্য কোন সংস্থান নেই তাদের জন্য বিশেষ ভর্তুকি দরকার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আজ দুপুরে অনলাইনের মাধ্যমে তাঁদের স্মারকলিপি পেয়েছি। তাদের দাবি দুটোই যুক্তিক। শিক্ষার্থীদের মেস ভাড়া অর্ধেক করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেস মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে একটি মানবিক সিদ্ধান্তে আসবে।’
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০
swapnochash24.com | sopnochas24