ফাইল ছবি
করোনাভাইরাস পরিস্থিতিতে চিকিৎসা কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। দেখা দিয়েছে চিকিৎসাসামগ্রীর সংকট। চিকিৎসা সংশ্লিষ্টদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীও অপ্রতুল। এ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালকে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সহযোগিতা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শনিবার বেলা ১১টার দিকে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের পক্ষ থেকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের কাছে এক হাজার পিস সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়।
এ সময় দুর্যোগকালীন এই মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য হাসপাতাল পরিচালক ওয়ার্কার্স পার্টির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
হাসপাতাল পরিচালকের কার্যালয়ে এগুলো হস্তান্তরের সময় মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, সিরাজুর রহমান খান, আবদুল মতিন, মনির উদ্দিন পান্না ও নাজমুল করিম অপু উপস্থিত ছিলেন।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৮:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |