রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৩৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট তিন লাখ ৩৫ হাজার ৮৮২ লোক এই ভাইরাসটিতে সংক্রমিত হন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।
দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার বলছে, গত একদিনে ১৩৯ জন কোভিড-১৯ রোগে মারা গেছেন। এর আগের দিন মারা গেছেন ১৫০ জন। রোগটিতে সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৩৮৮ জন।
গত বছর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে প্রথম ভাইরাসটির বিস্তার শুরু হলে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৫২ লাখ ২৯ হাজার ৪৪১ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৩৮ হাজার ৪৮০ জনের।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২০
swapnochash24.com | sopnochas24