সংগৃহীত
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরই রোজাদার পথচারি, অটোরিকশা চালকসহ মাদ্রাসার শিক্ষার্থীদের পুরো রমজানজুড়ে ইফতার মাহফিলের আয়োজন করেন নগর আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। এবারো তার ব্যতিক্রম হয়নি। করোনা পরিস্থিতির কারণে মাহফিলের আয়োজনা করা না গেলেও রমজামের প্রথম দিনে রোজাদারদের হাতে ইফতার পৌঁছে দিয়েছেন তিনি।
করোনাভাইরাস সংকট মোকাবেলায় উদ্ভূত পরিস্থিতিতে ব্যতিক্রম হয়েছে ইফতার বিতরণে। এবার নিজের বাড়িতে ইফতার তৈরী করে বক্সে বক্সে এলাকার কর্মহীনদের বাড়িতে বাড়িতে পৌঁছে আজিজুল আলম বেন্টু। একই সঙ্গে এলাকার দুইটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও ইফতার বিতরণ করেন তিনি। এছাড়াও পথচারিদের মাঝে ইফতার বিতরণ করেন আজিজুল আলম বেন্টু। প্রায় ৪০০ জনের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। এতে সহযোগিতা করছেন সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের সদস্যবৃন্দ।
ইফতার বিতরণ কাজে সহযোগিতা করেন আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক, সদস্য হাসিবুর রহমান শাওন, জন রাসেল, মাসুদ, কাউছার আলী, সোহেল রানা, সুমন প্রমুখ। রমজানের পুরো মাসেই সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীনদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হবে ইফতার বলে জানান জাহাঙ্গীর আলম কনক।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:১১ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |