• শনিবার ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ‘রোমান্স’ দৃশ্য ধারণ করা যাবে’

    স্বপ্নচাষ ডেস্ক

    ০৪ জুন ২০২০ ১১:৫৮ অপরাহ্ণ

    ‘রোমান্স’ দৃশ্য ধারণ করা যাবে’

    দীর্ঘ দুই মাস পর খুলে দেওয়া হয়েছে বিএফডিসি। শুটিংয়ের জন্যও প্রস্তুত বিভিন্ন ফ্লোর। কিন্তু করোনা প্রকোপে এখনো নীরব। এদিকে লকডাউন তুলে নেওয়ায় আগামী ৫ জুন থেকে সিনেমার শুটিং, এডিটিং, ডাবিং—সব করতে পারবেন বলে সভায় এই সিদ্ধান্ত নেন প্রযোজক, পরিচালক সমিতি। এতে বলা হয় খুব সংক্ষিপ্ত আকারে প্রোডাকশন ডিজাইন করতে হবে, ইউনিটের লোকজন কমাতে হবে।

    চিত্রনাট্যের প্রয়োজনে শিল্পীদের মারামারি, রোমান্স, নাচ-গান ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়। করোনার এই পরিস্থিতিতে এসব দৃশ্যের শুটিং কীভাবে করা হবে এমন প্রশ্ন করা হয়েছিল।

    জবাবে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, চিত্রনাট্যের প্রয়োজনে চলচ্চিত্রে ফাইট, নাচ-গান, রোমান্স থাকবে। এটা বাদ দেওয়া সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনেই এগুলো করা হবে।

    করোনায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করতে বাধা নেই। এজন্য আমরা শুটিং শুরু আগে শিল্পীদের করোনা টেস্ট করিয়ে নেব। এছাড়া শুটিং সেটে লোকসংখ্যা কম থাকবে। থার্মাল গান, স্যানিটাইজার রাখা হবে। শুটিং করে নায়ক-নায়িকা সাতদিন আইসোলেশনে থাকবেন। আশা করছি, এতে করে রোমান্স, মারামারির দৃশ্যের শুটিং করতে কোনো সমস্যা হবে না।

    বেশকিছু সিনেমার কাজ বাকি রয়েছে। করোনা তাণ্ডবের কারণে তা আটকে ছিল। এসব সিনেমার শুটিং, ডাবিং ও এডিটিংয়ের কাজ শেষ করার পরিকল্পনা করেছেন সিনেমার প্রযোজক-পরিচালকরা।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।