র্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পদযাত্রা ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে এ পদযাত্রা বের করেন তারা।
পদযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকের প্রোগ্রামের আয়োজন করেছি। আজকের পদযাত্রার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা একটা মেসেজ দিতে চেষ্টা করেছি। কেউ যাতে এসব কাজের সাথে জড়িত না থাকে।
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, যেখানে র্যাগিং বা যৌন হয়রানি হবে, সেখানেই প্রতিবাদ হবে। ছাত্রলীগের কোনো নেতাকর্মী যদি এগুলোর সাথে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সচেতনতা বৃদ্ধি এবং কোনো অনৈতিক কাজের সাথে ছাত্রলীগ যেন জড়িত না থাকে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও এ বিষয়ে উদ্বুদ্ধ করতে আজকের আয়োজন করা হয়েছে।
এসময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন হল শাখার দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বপ্নচাষ/আসিফ আজাদ সিয়াম
বাংলাদেশ সময়: ৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
swapnochash24.com | sopnochas24