• রবিবার ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    র‍্যাবের অভিযানে ফিশিং বোটে মিলল ২ লাখ ইয়াবা

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৬ জানুয়ারি ২০২৩ ২:০৯ অপরাহ্ণ

    র‍্যাবের অভিযানে ফিশিং বোটে মিলল ২ লাখ ইয়াবা

    বঙ্গোপসাগরের কক্সবাজারের পেকুয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে ইয়াবা পাচারের অভিযোগে রোহিঙ্গা নাগরিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা উদ্ধার হওয়া ফিশিং বোটটি জব্দ করা হয়।

    আটকতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া এলাকার নুরুল আবছার (৩২), কক্সবাজার সদর উপজেলার মেহের আলী (৩৯), একই এলাকার আব্দুল হামিদ (৩৭) ও মো. কালু (২৩) এবং রোহিঙ্গা নাগরিক নুরু হাসান (৩৩)।

    র‍্যাব জানায়, কক্সবাজার টেকনাফের শাপলাপুর এলাকা থেকে ফিশিং বোটে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছে- এমন সংবাদ পেয়ে বঙ্গোপসাগরে নজরদারি শুরু করে র‍্যাব। একইসঙ্গে চট্টগ্রামের বিভিন্ন ঘাটেও নজরদারি বাড়ানো হয়।

    ফিশিং বোটটি সমুদ্র পথে কক্সবাজার থেকে চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারার দিকে প্রবেশ করার সময় ধাওয়া করে র‍্যাব। পরে বোটটি কক্সবাজারের পেকুয়া মগনামা ঘাটে থামার সঙ্গে সঙ্গে আটক করা হয়। এ সময় বোটে থাকা মাছ রাখার ড্রাম থেকে ইয়াবা জব্দ করা হয়।

    চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ছয় কোটি টাকা। আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    স্বপ্নচাষ/জেএআর

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ২:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।