লকডাউন তুলে নেওয়ার দাবিতে মিশিগানের সশস্ত্র বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চোখে ‘তারা ভালো মানুষ’।
ডেমোক্র্যাট গভর্নর গ্রেটচেন হুইটমার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সম্প্রতি ১৫ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মিশিগান ইউনাইটেড ফর লিবার্টির ব্যানারে আমেরিকান প্যাট্রিয়ট র্যালি নামে এক সংগঠন এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। বৃহস্পতিবার শতাধিক বিক্ষুব্ধ জনতা ক্যাপিটল বিল্ডিংয়ে ঢুকে পড়ে। তাদের কারো কাঁধে ছিল রাইফেল।
আইনসভায় বৈধ অস্ত্র নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ না হলেও বিক্ষোভকারীদের একাংশ একেবারে সভাকক্ষে ঢুকে পড়ার চেষ্টা করে। তাদের থামাতে নিরাপত্তারক্ষী বাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে।
করোনায় মিশিগানের পরিস্থিতি মোটেও ভালো নয়। ৩ হাজার আটশর বেশি মানুষের মৃত্যু হয়েছে। তারপরও লকডাউনের বিরুদ্ধে বিক্ষুব্ধ স্থানীয়রা। তাদের সমর্থন জানিয়ে গভর্নরকে সমস্যা সমাধানের আহ্বান করেছেন ট্রাম্প। তার টুইট, ‘মিশিগানের গভর্নরের উচিত সমস্যা খুঁজে সমাধান বের করা। তারা খুব ভালো মানুষ, কিন্তু ক্ষুব্ধ। তারা নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। তাদের দেখুন, কথা বলুন এবং একটা সমাধানে আসুন।’
গত ১৬ এপ্রিল মিশিগানে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল শতাধিক বিক্ষোভকারী। সেবারও তাদের সমর্থন জানিয়ে ট্রাম্পের টুইট, ‘মুক্ত করো মিশিগান।’
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:০৫ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24