সংগৃহীত
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৪ এপ্রিল থেকে লকডাউন রাজশাহী জেলা। এরপর থেকে জরুরি সেবা ব্যতীত রাজশাহীতে প্রবেশ ও বের হওয়া কার্যত বন্ধ।
তারপরও রাজশাহী আসছে লোকজন। বিশেষ করে রাজশাহীর বাসিন্দা যারা দেশের বিভিন্ন প্রান্তে ছিলেন তারাই ফিরছেন গোপনে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে ফিরছে লোকজন। সাথে নিয়ে
ফিরছে প্রাণঘাতি করোনা সংক্রমণের আতঙ্ক।
সিভিল সার্জন দপ্তরের দেয়া তথ্যমতে, ৩০ জনের মধ্যে ঢাকা থেকে ৮ জন, নারায়ণগঞ্জ থেকে একজন, নওগাঁ থেকে ৫ জন, পাবনা থেকে ১১ জন, গাজীপুর থেকে ৪ জন এবং সিরাজগঞ্জ থেকে এসেছেন একজন। এদের মধ্যে সিটি নগর এলাকায় ৮ জন, বাঘায় ১০ জন এবং তানোরে ১২ জন অবস্থান করছেন।
সংক্রমণ ঝুঁকি এড়াতে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর কথা জানিয়েছেন সিভিল সার্জন ডা. এনামুল হক।
তিনি জানান, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন এক হাজার ৫৬৮ জন। এদের মধ্যে ১৪ দিন পূর্ণ হয়ে যাওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে এক হাজার ২০৪ জনকে। রাজশাহীতে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৬৪ জন। জেলায় এখন করোনা আক্রান্ত রোগীর আটজন।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |