• মঙ্গলবার ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    লকডাউনের মধ্যেই চলছে খুলনার রাষ্ট্রায়ত্ত ৮ টি পাটকল

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৬ এপ্রিল ২০২০ ১:৩১ অপরাহ্ণ

    লকডাউনের মধ্যেই চলছে খুলনার রাষ্ট্রায়ত্ত ৮ টি পাটকল

    সংগৃহীত ছবি

    করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যেই চালু করা হয়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৮টি পাটকল।

    টানা এক মাস বন্ধ থাকার পর রোববার (২৬ এপ্রিল) থেকেই এসব পাটকলের তাঁত আবারও ঘুরতে শুরু করেছে। এর আগে ২৬ মার্চ থেকে পাটকলগুলোতে সাধারণ ঘোষণা করা হয়।

    এদিকে, সকাল থেকেই শ্রমিকরা শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে কাজে যোগ দিয়েছেন। অনেকেই ব্যবহার করছেন মাস্ক। ভোর ৬টা থেকেই উৎপাদন শুরু হয়েছে মিলগুলোতে।

    উৎপাদন শুরু হওয়া পাটকলগুলো হচ্ছে- খুলনার ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল, ইস্টার্ন জুট মিল ও যশোরের জেজেআই জুট মিল। তবে, খুলনার কার্পেটিং জুট মিলটি চালু হয়নি।

    বিজেএমসি’র তথ্য অনুযায়ী, খুলনা অঞ্চলের ৯টি পাটকলে প্রায় ১০ হাজার স্থায়ী শ্রমিক রয়েছেন। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরু হলে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির আওতায় পাটকল বন্ধ রাখা হয়। তবে চাল ও বীজের মোড়কে পাটজাত বস্তার সংকট তৈরি হলে সীমিত আকারে পাটকলগুলো চালুর উদ্যোগ নেয় বিজেএমসি।

    বাংলাদেশ পাটকল করপোরেশন-বিজেএমসি খুলনার আঞ্চলিক সম্বয়কারী মো. বনিজ উদ্দিন মিঞা জানান, খাদ্য বিভাগ ও বিএডিস এর জরুরি বস্তা সরবরাহের জন্য ২৩ এপ্রিল প্লাটিনাম জুট মিলের বোর্ডরুমে রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রকল্প প্রধানদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে পাটকল চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে ২৫ এপ্রিল বৈঠক করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুধুমাত্র নিজ নজি মিল কলোনিতে অবস্থানরত শ্রমিকরাই কাজে যোগ দিতে পারবে— এই মর্মে সিদ্ধান্ত হয়।

    খাদ্য অধিদপ্তর ও বিএডিসি’র চাহিদা অনুযায়ী বস্তা তৈরি হলে দেশের অভ্যন্তরে তা বিক্রি করা যাবে। এতে বকেয়া পরিশোধ করা সহজ হবে বলেও জানান তিনি।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।