করোনাভাইরাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সীমিত পরিসরে বাইরে বেরোনোর সুযোগ হয়েছে। এদিকে দীর্ঘ দিন ধরে গণপরিবহন বন্ধ। এ অবস্থায় যাদের ব্যক্তিগত গাড়ি নেই, তারা সাময়িক প্রয়োজনে ইলেকট্রিক বাইক বা ই-বাইক কেনায় আগ্রহী হচ্ছেন।ভার্জের খবরে বলা হচ্ছে, যেখানে গোটা গাড়ির বাজারই মন্দা, সেখানে অবাক করার মতো সংখ্যার ইলেকট্রিক বাইক বিক্রি হয়েছে এই লকডাউন পরিস্থিতিতে। যুক্তরাষ্ট্রের বাইক নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মটরস (জিএম), রাড পাওয়ার বাইকস ও অ্যাভেন্টন বাইকসের বিক্রির শতকরা হার বেড়ে তিন ডিজিটে দাঁড়িয়েছে।কেবল যুক্তরাষ্ট্রের বাজারেই না, বিশ্বজুড়েই ইলেকট্রিক বাইক বিক্রির হার বেড়ে গেছে।ডাচ ইলেকট্রিক বাইক নির্মাতা প্রতিষ্ঠান ভ্যানমুফ জানিয়েছে, মে মাসে তারা বড় সংখ্যক বাইক বিক্রি করেছে। ২০১৯ সালে এই সময়ে যে সংখ্যক বিক্রি হয়েছে, এ বছর তার ৫০ শতাংশ বেশি বিক্রি হয়েছে।এদেক জার্মানিতে সীমিত পরিসরে দোকানপাট খুলতে শুরু করায় ই-বাইকের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। গত এপ্রিলে বিক্রি আগের চেয়ে ২০-৩০ শতাংশ নেমে গেলেও এই মে মাসে বাজার চাঙ্গা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24