ফাইল ছবি
করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় নাটোরের লালপুর উপজেলাকে লকডাউনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে জরুরি সভা শেষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করেন।
সভা শেষে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, নাটোরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও আশপাশের জেলায় করোনার বিস্তার ঘটায় জেলাকে লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নাটোরের ৮টি পৌরসভা ও ৭টি উপজেলা অবরুদ্ধ থাকবে। জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি লকডাউনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৩টা থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৬ জনের নমুনা সংগ্রহ করে নাটোর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৩৬ জনের নমুনার রিপোর্ট এসেছে। তাদের কারো করোনাভাইরাস শনাক্ত হয়নি। অন্য ১০ জনের রিপোর্ট এখনও আসেনি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১০:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |