সংগৃহীত
রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের নিয়ে গঠিত ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (অরকা) উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় ২০০ কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ওই দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে সেচ্ছাসেবক সদস্যরা। এ সময় প্রত্যেককে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, সাবান, আলুসহ বিভিন্ন খাদ্র সামগ্রী দেওয়া হয়।
এ বিষয়ে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট এবং আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী মো. ইফতেখার হোসেন মাসুদ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গ্রামের খেটে খাওয়া, অসহায় ও দুস্থ মানুষগুলো বিপাকে পড়েছেন। তাই দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এ সব মানুষের জন্য কয়েক দিনের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা প্রাক্তন ক্যাডেটরা। সারা দেশে অরকার পক্ষ থেকে ১ হাজার ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১১:০৮ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |