ঝিনাইদহের শৈলকুপায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নজির জোয়ার্দার (৭০) নিহত হয়েছেন। রোববার (১৭ মে) উপজেলার দিগনগর ইউনিয়নের হড়লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজির জোয়ার্দার ওই গ্রামের মৃত তাছের জোয়ার্দারের ছেলে। আর ঘাতক ভাতিজা রাজন সনু জোয়ার্দারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লিচু পাড়াকে কেন্দ্র করে ভাতিজা রাজন জোয়ার্দ্দারের সঙ্গে চাচা নজির জোয়ার্দ্দারের তর্কবিতর্ক হয়। এরই সূত্র ধরে একপর্যায়ে চাচা ভাতিজা রাজনকে লাঠি দিয়ে শরীরে আঘাত করেন। এ সময় চাচার লাঠি কেড়ে নিয়ে ভাতিজা রাজন চাচাকে উল্টো মাথায় ও শরীরে আঘাত করেন। পরে আহত চাচাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও বিকেলে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, চাচা নিহত হওয়ার পর ভাতিজা পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |