এখন মানুষ বাসা থেকে অফিস করার কারণে ল্যাপটপে জনিত দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। কাজের ফাঁকে চা, কফি, কোক বা পানি পান করার ফলে এই সমস্যা সৃষ্টি হচ্ছে।ফোনের উপর পানি পরলে তাও ঘরোয়া টোটকা মেনে ফোন শুকানো যায়। যেমন ৩ দিন পর্যন্ত চালের মধ্যে ফোন রেখে দিলে পানি শুকিয়ে যায়। তবে এই কৌশল শুধু ফোনের ক্ষেত্রে কার্যকর।ল্যাপটপের জন্য এই সহজ টোটকা প্রয়োগে কোনো ফল আসবে না। পানি পড়লে প্রথমেই নষ্ট হয় ল্যাপটপের কিবোর্ড। তাই পানি পড়লে তাৎক্ষণিকভাবে তা মুছে নিয়ে শুকানোর ব্যবস্থা করতে হবে।ঘরে বসে বিভিন্ন ডিভাইস সারাইয়ের কৌশল বাতলে দেয় আইফিক্সইট ওয়েবসাইট। সেখানেই ল্যাপটপে পানি পড়লে কী করতে হবে সে সংক্রান্ত সার্চ বেড়েছে। এ বিষয়ে তাদের ওয়েবসাইটে যা বলা আছে তা এখানে তুলে ধরা হলো।
*ল্যাপটপের সঙ্গে মাউস, পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডডিক্স, কার্ড রিডার, ডেটাক্যাবল বা চার্জার যুক্ত থাকলে তা খুলে নিতে হবে।
*ল্যাপটপ বন্ধ করতে হবে।
*পানি ঝেড়ে ফেলতে হবে।
*সম্ভব হলে ল্যাপটপটি খুলে ব্যাটারি বের করতে হবে।
*এরপর পুরো ল্যাপটপ মুছতে হবে যাতে পানি লেগে না থাকে।
*শুকিয়ে গেলে চালু করে দেখতে হবে কাজ করছে কিনা।
*যদি চালু না হয় তবে মেরামতের জন্য দোকানে দিতে হবে।
কোন ধরণের পানীয় পড়েছে তার উপরেও অনেক কিছু নির্ভর করে। শুধু পানি পড়লে তাতে বিশেষ ক্ষতি হয় না। তবে কোক জাতীয় তরল পদার্থ পড়লে ক্ষতির আশংকা বেশি থাকে। উভয় ক্ষেত্রেই দ্রুত ব্যবস্থা নিলে ল্যাপটপের ক্ষতি কমানো সম্ভব হয়।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |