• বৃহস্পতিবার ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা যুক্তরাষ্ট্রের

    স্বপ্নচাষ ডেস্ক

    ২২ মে ২০২০ ১১:৩৮ পূর্বাহ্ণ

    শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা যুক্তরাষ্ট্রের

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশকে একটি ‘গতিশীল উদ্যোক্তা বান্ধব সমাজ’ হিসেবে বর্ণনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

    বুধবার টেলিফোনের মাধ্যমে এক বিশেষ ব্রিফিংয়ে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী অ্যালিস জি ওয়েলস বলেন, নারী অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্ব উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
    তিনি বলেন, গত তিন বছরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রোহিঙ্গা সংকটে শেখ হাসিনার সরকার ও তার দেশের জনগণের উদার প্রতিক্রিয়া বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

    ওয়েলস বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেটি গত দশকে মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি চমৎকার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। রোহিঙ্গাদের সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একক বৃহৎ অবদান রেখেছে। তবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ আরও বেশি কিছু করেছে।

    তিনি বলেন, ভারত মহাসাগর অঞ্চলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এ অঞ্চলের সুরক্ষা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে।

    তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং পরিচালন কাঠামো পরিচালনায় বাংলাদেশ তার প্রতিশ্রুতি রক্ষা করছে। যুক্তরাষ্ট্র মনে করে এ বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নতি করতে সহায়তা করবে।

    ওয়েলস বলেন, কোভিড-১৯ মহামারীতে এ অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি পুনরুদ্ধারে সাহায্য করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘নির্ভরযোগ্য অংশীদার’ হবে।

    কোভিড-১৯-এর কারণে তৈরি পোশাকের বাজারের ক্ষতির কথা উল্লেখ করে মার্কিন এ কর্মকর্তা বলেন, আমরা এর সমাধান করার চেষ্টা করছি।

    আমরা বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক এবং যুক্তরাষ্ট্রের ভোক্তাদের মধ্যে ম্যাচ-মেক করার চেষ্টা করছি। এছাড়া আমরা দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর সব সুযোগ বের করব।

    তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্র হল বাংলাদেশের বৃহত্তম রফতানি বাজার।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।