লেখক:
মো : মহিউদ্দীন (মিঠু)
মেঘের পড়ে বৃষ্টি নামে
পানি হয়ে সব কিছু,
ভাসিয়ে নিয়ে যায় অজানা গন্তব্যে।
সজনি,
তোমার প্রেম কি ঐ পানির মত?
বসন্ত আসে ফুল ফোটে
কোকিল গায় গান
ঋতু চলে গেলে,
প্রকৃতি নেয় বৈচিত্র রূপ।
সজনি তোমার প্রেম কি ঐ ঋতুর মত?
কখনো নদীতে নামে জোয়ার
কখনো নামে ভাটা,
জোয়ার এলে পদ্মা, মেঘনা, যমুনা
এক হয়ে মিসে যায়।
ভাটা এলে পড়ে থাকে,
খাঁ -খাঁ রোদ্দর।
সজনি,
তোমার প্রেম কি ঐ জোয়ার ভাটার মত?
সজনি।।
বাংলাদেশ সময়: ১০:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩
swapnochash24.com | sopnochas24