• শনিবার ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    সন্তান প্রসবের পর ১৬০ কিলোমিটার হাঁটলেন এই মা

    স্বপ্নচাষ ডেস্ক

    ১৪ মে ২০২০ ১২:৩২ অপরাহ্ণ

    সন্তান প্রসবের পর ১৬০ কিলোমিটার হাঁটলেন এই মা

    সন্তান প্রসবের আগে ও পরে সব নারীরই খুব কঠিন সময় পার করতে হয়। কখনও কখনও কারও শারীরিক অবস্থা একটাই খারাপ হয় যে, সন্তান জন্মদানের সময় অনেক নারীর মৃত্যুও হয়।

    তবে সাম্প্রতিক সময়ে ভারতের এক প্রসূতি নারী যে কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছেন তা খুব কম মানুষকেই হতে হয়েছে।

    সন্তান জন্মদানের আগে ও পরে তাকে মাইলের পর মাইল হেঁটে যেতে হয়েছে। সন্তান প্রসবের কয়েক ঘণ্টা পর সদ্যজাত শিশুকে নিয়েই হাঁটা শুরু করে ১৬০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন তিনি।

    সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে এই করুণ কাহিনী উঠে এসেছে। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, স্বামী এবং চার সন্তান নিয়ে মহারাষ্ট্রের নাসিক এলাকা থেকে মধ্যপ্রদেশের সাতনা এলাকায় যাচ্ছিলেন তারা।

    তবে লকডাউনের কারণে কোনো যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন তারা।
    যেতে যেতে পথের মধ্যেই প্রসব বেদনা ওঠে ওই নারীর। পরে সেখানেই এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

    সন্তান প্রসবের দেড় থেকে দু’ঘণ্টা পরেই আবারও হাঁটতে শুরু করেন তিনি। কারণ তাদের কাছে কোনো অর্থ ছিল না, কোনো যানবাহনও পাননি আর কেউ তাদের সাহায্য করতেও এগিয়ে আসেনি।

    তারা নাসিক এলাকা ছেড়েছেন কারণ সেখানে তাদের থাকার জায়গা ছিল না। লকডাউনের কারণে তারা কাজ হারিয়েছেন। তাই ওই রাজ্যে বসে থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল। এভাবে তো আর দিন চলবে না। সে কারনেই হেঁটে হেঁটেই নিজের রাজ্যে ফিরে যেতে চেয়েছেন তারা।

    এই অবস্থায় মধ্যপ্রদেশের চেক পয়েন্টে এক নারী কর্মকর্তা ওই পরিবারটির সাহায্যে এগিয়ে আসেন। তিনি জানিয়েছেন, ওই নারীর জন্য তিনি চিকিৎসা সেবার ব্যবস্থা করে দিয়েছেন।

    তিনি জানিয়েছেন, ওই শিশুটির জন্ম হয়েছে গত ৫ মে। তারা এই চেক পয়েন্টে আসারও চারদিন আগে।

    ভারতে করোনাভাইরাসের প্রকোপ রোধ করতে সাম্প্রতিক সময়ে লকডাউন জারি রয়েছে। তবে দেশটিতে প্রথমদিকে হুট করেই লকডাউন জারি করায় বিপাকে পড়েন হাজার হাজার অভিবাসী শ্রমিক।

    এসব শ্রমিকরা নিজেদের রাজ্য ছেড়ে কাজের উদ্দেশে বিভিন্ন রাজ্যে গিয়েছেন। কিন্তু আকস্মিক লকডাউনে যানবাহন বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ে যান এসব শ্রমিক। ফলে পায়ে হেঁটেই তারা বাড়ির উদ্দেশে রওনা দেন।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।