সংগৃহীত ছবি
গত মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রামে যে রোগীটির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার বয়স মাত্র ১০ মাস। সে বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির গ্রামের বাড়ি চন্দনাইশ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব জোয়ারা গ্রামে। তার বাবা মাহাবুবুল আলম ওমানে থাকেন বলে পরিবার সূত্রে জানা যায়।
চন্দনাইশ উপজেলা প্রশাসন শিশুটির বাড়ি ও তাকে লালন পালনকারী পার্শ্ববর্তী ফুফুর বাড়ি ও লকডাউন বলে ঘোষণা দেন। বাংলাদেশে এ পর্যন্ত যে সমস্ত রোগীর দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে, সবচেয়ে কম বয়সী রোগী হলো এ চন্দনাইশের আবির (১০ মাস)।
পরিবার সূত্রে জানা যায়, গত এক মাস আগে আবিরের মাথা ন্যাড়া করার সময় মাথার কয়েক স্থানে কেটে যায়। পরবর্তীতে মাথায় হালকা ইনফেকশন হয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া হয়। চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি হয়ে টানা ১২ দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে চন্দনাইশ বাড়িতে নিয়ে আসেন।
পরবর্তীতে গায়ের জ্বর বেড়ে গেলে ১৫ এপ্রিল পুনরায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ এপ্রিল নমুনা নেওয়া হলে ২১ এপ্রিল রাতে রিপোর্ট পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |