সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের রোগ মুক্তি কামনায় দোয়া করেছেন মুসল্লি ও নেতাকর্মীরা। শুক্রবার জুময়ার নামাজ শেষে সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাতে হাসপাতালের আইসিইউতে তার ব্রেন স্ট্রোক হয়। সিএমএইচ এর অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে সেখানে নেয়া যায়নি। তাকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। অপারেশন শেষে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।
এর আগে, গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৩:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |