সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জেড জেড তাজুল হুদা ও একই থানার এএসআই রায়হান আলী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমুর রহমান বলেন, রায়গঞ্জে মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা ও একই থানার এএসআই রায়হানসহ অন্য ২ জন ঢাকাফেরত গার্মেন্টসকর্মী। বর্তমানে তারা স্বাভাবিক অবস্থায় আছেন। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে আইসোলেশন সেন্টারে রাখা হবে বলে তিনি জানান।
এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় করোনা রুগীর সংখ্যা দাঁড়াল মোট ৩৮ জনে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:৫০ অপরাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২০
swapnochash24.com | sopnochas24