সংগৃহীত
করোনাভাইরাসে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ১০২০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও তাদের পরিবারের ৯২ সদস্যের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত আট জন ও কর্মরত দুই সেনা সদস্যসহ ১০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ব্যক্তি, তাদের পরিবার এবং বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক সদস্যসহ ১৩৬৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯৩৩ জন দেশের বিভিন্ন সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) এ চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৪২১ জন।
আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজিসহ (এএফআইপি) দেশের সব সিএমএইচ-এর মোট ১৩টি ল্যাবে সশস্ত্র বাহিনীতে কর্মরত, তাদের পরিবার ও অবসরপ্রাপ্তদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:৫০ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |