পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের নৃশংস হামলায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাদের রাজশাহীর আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে জমিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে, রোববার দিবাগত রাতে রাজশাহীর নগরীর রাজপাড়া থানা পুলিশ ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বিএমডিএ-এর রেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ভান্ডার রক্ষক মো. জীবন ও গাড়িচালক আবদুস সবুর।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বিএমডিএ’র রেস্ট হাউজে অভিযান চালায়। এসময় দুই আসামি মো. জীবন ও আবদুস সবুরকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের রাজশাহী এনে আদালতে তোলা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আসামিদের রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করা হয়। এসময় আসামিদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ফয়সাল তারেক।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। হামলার ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতে বিএমডিএ নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
swapnochash24.com | sopnochas24