জুয়েল আহমেদ জনি
দক্ষিণ এশিয়ার অলিম্পকখ্যাত ‘সাফ গেমসে’র ইতিহাসে বক্সিং ডিসিপ্লিনে এখন পর্যন্ত চারটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। যার মধ্যে একটি এসেছে রাজশাহীর কৃতি বক্সার জুয়েল আহমেদ জনির হাত ধরে। বক্সার জনিরও এখনো পর্যন্ত শ্রেষ্ঠ অর্জন সাফ গেমসের পদকটি।
কিন্তু করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে অসহায়দের সহায়তার জন্য সেই স্বর্ণপদক নিলামে তুলতে চান জনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘টেলিভিশন, পত্রিকায় দেখছি অনেক খেলোয়াড় তাদের স্মারক নিলামে তুলছেন। এটা দেখে আমারও উৎসাহ জাগল… আমিও তো কিছু করতে পারি। এই চিন্তা থেকেই উদ্যোগটা নেওয়া।’
জনি জানান, দুদিন আগে এমন চিন্তা মাথায় আসে তার। শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদকটি কীভাবে নিলামে তুলবেন বিষয়টি নিয়ে দ্বিধায় তিনি।
জনি বলেন, ‘আমি আসলে নিলামের প্রক্রিয়া সম্পর্কে তেমন কিছু জানি না। আমাদের এখানে তো এসবের প্রচলনও ছিল না। এ জন্য সংবাদ মাধ্যমকেই আমার প্রথম জানানো।’
নিলাম থেকে পাওয়া অর্থ পুরোটাই অসহায়দের সাহায্যর্থে ব্যয় করতে চান এই বক্সার।
জানা যায়, ২০১০ ঢাকা এসএ গেমসে লাইট ওয়েট ওভার ৫৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেন জনি। যা তার ক্যারিয়ারে সেরা অর্জন। সেই স্বর্ণ পদকটিই নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহে সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলেছিলেন। যেটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। এ ছাড়া মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মোর্তুজাসহ এক ঝাঁক ক্রিকেটার প্রিয় স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।
এই তালিকায় আছেন প্রয়াত ফুটবলার মোনেম মুন্না, সাবেক ফুটবলার ও কোচ আলফাজ আহমেদ, রেফারি তৈয়ব হাসান, শুটার আসিফ হোসেন খানের মতো তারকাও।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |