সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে প্রতারণার দায়ে আমিরুল ইসলাম ওরফে আমিনুল (২৫) নামে এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম ওরফে আমিনুল নওগাঁ জেলার সদর উপজেলার খাগড়া জেলেপাড়া গ্রামের মৃত আফসার মণ্ডলের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠাানো হয়।
এসব তথ্য নিশ্চিত করে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বেগম বলেন, আসামি আমিনুল ২০২১ সালে তৎকালীন আইজিপি ড. বেনজীর আহমেদের ছবি ও নাম দিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলেন। এরপর সেখান থেকে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা শুরু করেন।
এই ঘটনা জানতে পেরে ওই বছরের ২১ আগস্ট নওগাঁ থানা পুলিশের একটি দল আমিনুলকে আটক করে। এ সময় তার মোবাইলে আইজিপির নামে খোলা সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পাওয়া যায়।পরে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে নওগাঁ থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। ওই মামলায় সাক্ষ্য গ্রহণ এবং ডিজিটাল ফরেনসিক রিপোর্টের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
অ্যাডভোকেট ইসমত আরা বেগম আরও বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আমিনুলকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৩:০৮ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |