শাহরিয়ার আলম
বাড়ির বয়স্কদের এবং এজমা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে এইসব সদস্যদের শতভাগ (সর্বোচ্চ) আলাদা থাকতে দিন। বাড়ির যে সদস্যকে কাজের জন্য বাইরে যেতে হয় তাকে বাড়ি ফিরে অবশ্যই শতভাগ সতর্কতার সাথে গরম পানিতে ভালো করে গোসল এবং পোশাক পরিবর্তন না করা পর্যন্ত বাড়ির অন্যান্য সুস্থ সদস্যদের সংস্পর্শে আসা একদম উচিত নয়।
ঘরে ঢোকার পরে যেসব স্থান স্পর্শ করেছেন সেইসব স্থানে ‘হেয়ার ড্রাইয়ার’ দিয়ে গরম তাপ দিন। এই পদ্ধতি জীবাণুনাশক হিসেবে কাজ করবে।
সামান্য অসতর্কতা বড় বিপদ ডেকে আনবে।
লেখক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
(ফেসবুক থেকে সংগৃহীত)
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ২:২৭ অপরাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২০
swapnochash24.com | sopnochas24