• শনিবার ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    সারদা পুলিশ একাডেমির শিক্ষানবিশ এএসপির করোনা শনাক্ত

    স্বপ্নচাষ প্রতিবেদক, রাজশাহী

    ৩১ মে ২০২০ ১১:৫৬ অপরাহ্ণ

    সারদা পুলিশ একাডেমির শিক্ষানবিশ এএসপির করোনা শনাক্ত

    প্রতীকী ছবি

    রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির একজন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারের (এএসপি) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

    রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রামেক হাসপাতালের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি পজিটিভ। বাকিগুলোর রিপোর্ট নেগেটিভ। করোনা আক্রান্ত এএসপির বয়স ২৯ বছর। তিনি বাইরের জেলা থেকে প্রশিক্ষণে সারদা এসেছেন।

    এর আগের দিন শনিবারও পুলিশ একাডেমির ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সব রিপোর্ট নেগেটিভ। রবিবার মোট ৯৪টি নমুনার মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমির ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর পুলিশ একাডেমির মোট ৯৮টি নমুনার মধ্যে একটি পজিটিভ পাওয়া গেল। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এখন পুলিশ একাডেমি কর্তৃপক্ষই সেখানে লকডাউনসহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেবেন।

    এদিকে, রাজশাহী মেডিকেল কলেজের প্রথম করোনা ল্যাবের পিসিআর মেশিনের সার্ভিসিংয়ের কারণে গত শুক্রবার থেকে সেখানে নমুনা পরীক্ষা বন্ধ আছে। বর্তমানে হাসপাতালের ল্যাবটি সচল আছে। এই ল্যাবে রবিবার নতুন একজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়ালো। এদের মধ্যে দুইজন মারা গেছেন। মৃৃত দুইজনের মধ্যে একজন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন।

    রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য জানান, রাজশাহী বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৭৫ জন। এর মধ্যে আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৮ জন। এখনও হাসপাতালে ভর্তি আছেন ২৪৫ জন। তবে কমিউনিটি পর্যায়ে সংক্রমণ বাড়ায় প্রতিদিন এ বিভাগে করোনা পরিস্থিতির অবনতিই হচ্ছে। যা অত্যন্ত উদ্বেগজনক বলেও উল্লেখ করেন- রাজশাহী বিভাগী স্বাস্থ্য পরিচালক।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১১:৫৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।