সংগৃহীত
সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও সরকার ঘোষিত স্বল্পমূল্যে বিক্রি করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের অধিকাংশের দাবি, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোদে দাঁড়িয়ে থেকেও পণ্য পাচ্ছেন না। অথচ লাইনের বাইরের লোকজন বাড়তি টাকা (ঘুষ) দিয়ে পণ্য নিয়ে যাচ্ছে।
সোমবার রাজধানীর মধ্যবাড্ডায় টিসিবির পণ্য বিক্রির সময় সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। ক্রেতারা আরও অভিযোগ করেন, পরিচিত মুখ দেখে তারা পণ্য দিচ্ছে ও টাকার বিনিময়ে লাইন ব্রেক করছে।
তিনি বলেন, আমাদের যদি মাল না দেয় তাহলে বলতেই পারে আমরা দাঁড়াব না। দিনের পর দিন কষ্ট করব না। সকাল ৭টা থেকে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত কিনতে পারি নাই। অথচ ১০-২০ টাকা ধরিয়ে দিলেই লাইনের বাইরের লোকদের মাল দেয়।
সেখানে ডিউটিরত পুলিশ বলেন, মানুষের তুলনায় পণ্যের ট্রাক কম হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ২:৪৬ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim