প্রতীকী ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বাবা-মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শাহজাদপুরের বাদলাবাড়ি গ্রামের রবীন্দ্রনাথ সূত্রধরের ছেলে কানছু সূত্রধর (৪০), স্ত্রী আন্না সূত্রধর (৩৫) এবং মেয়ে সীমা সূত্রধর (৭)। আহত ছেলে সন্তান শুভ (১৪) শাহজাদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয়দের বরাত দিয়ে শাহজাদপুর থানার এস.আই গোলজার হোসেন জানান, সামাজিক অনুষ্ঠান শেষে কানছু সূত্রধর স্ত্রী ও ছেলেমেয়েসহ মোটরসাইকেলে উল্লাপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস বাস সরিষাকোল নামক স্থানে সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আন্না সূত্রধর নিহত হন। হাসপাতালে নেবার পথে বাকি দু’জন মারা যান।
শাহজাদপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান, দুর্ঘটনার খর পেয়ে পুলিশ যাবার আগেই স্বজনরা লাশ নিয়ে চলে গেছে। পরে লাশগুলো উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ঘাতক পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস বাসটি বা এর চালক-হেলপারকে আটক করা সম্ভব হয়নি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24