ফাইল ছবি
ফুটবলে সাকিব আল হাসানের পছন্দের খেলোয়াড় কে? বিভিন্ন সময়ে সাকিব দিয়েছেন সেই উত্তর। আর্জেন্টাইন যাদুকর লিওনেল মেসির প্রতি বিশেষ টান আছে সাকিবের। শুধু মেসিই নন, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা সাকিবের খুব প্রিয়।
সাকিব প্রথম যেবার ইউনিসেফের শুভেচ্ছদূত হলেন সেবার মেসির অটোগ্রাফসহ জার্সি পেয়েছিলেন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের ইচ্ছে ছিল ক্যাম্প ন্যুয়ে মেসির সঙ্গে কিছুটা হলেও সময় কাটাবেন। কিন্তু ব্যস্ত সাকিব, তাঁর চেয়েও ব্যস্ত মেসি। ব্যাট-বলে টাইমিং না হওয়ায় দুই অঙ্গনের সেরা দুই তারকা এখনও মুখোমুখি হওয়া হয়নি।
শৈশব থেকে মেসির প্রতি বিশেষ ভালোলাগা সাকিবের। তাঁর ফুটবল শৈলী খুব পছন্দ বাংলাদেশের তারকার। মেসিকে কতটা পছন্দ করেন সেটি বোঝা গেল তাঁর একটি কথায়। বুধবার রাতে ফেসবুক লাইভে এসেছিলেন সাকিব। সেখানে সাকিবের এক ভক্ত প্রশ্ন করেছিলেন, ‘চাঁদে যাওয়ার সুযোগ পেলে, স্ত্রী শিশিরকে ছাড়া আর কাকে নিতেন?’ প্রশ্ন শুনে সাকিবের মুখে ছিল চড়া হাসি। কিন্তু উত্তর দিতে খুব একটা সময় নেননি। হাসিমুখে বলেছেন,‘মেসি।’
ক্রিকেটের পাশাপাশি সাকিব ফুটবলেও বেশ পরিপক্ক। ছোটবেলায় ক্রিকেট থেকে ফুটবলে বেশি সময় দিতেন। এখনও সুযোগ পেলে ফুটবল মাঠে ছোটেন। বার্সেলোনার জার্সি, পেছনে মেসির নাম লিখা ও সঙ্গে বুট। সবুজ গালিচায় সাকিব যেন হয়ে ওঠেন ‘মেসি।’
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |