• শনিবার ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    সৌদিতে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল, একদিনে ২৮৪০

    স্বপ্নচাষ ডেস্ক

    ১৬ মে ২০২০ ১০:২২ অপরাহ্ণ

    সৌদিতে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল, একদিনে ২৮৪০

    সংগৃহীত

    মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় তিন হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর শনিবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েে গেছে।

    সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবারের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। নতুন করে আরও শনাক্ত ২ হাজার ৮৪০ জন কোভিড-১৯ রোগীসহ সৌদি আরবে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এখন ৫১ হাজার ৯৮০।

    সৌদি আরবে প্রাদুর্ভাব শুরুর হওয়ার প্রাথমিক দিনগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছিল খুব ধীর গতিতে। এমনকি গত সপ্তাহের শনিবারও একদিনে শনাক্ত রোগী র সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। কিন্তু আজ শনিবার নতুন আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি।

    সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরকারি কর্মকর্তাদের বরাতে শনিবার করোনা নিয়ে প্রাত্যাহিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জানানো হয়। সরকারি টিভি দেওয়া সবশেষে হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ১০ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এখন ৩০২ জন।

    চীনে প্রাদুর্ভাব শুরুর কিছুদিন পর ইউরোপ হয়ে ওঠে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র। তারও কিছুদিন পর এশিয়ায় প্রাথমিকভাবে এর বিস্তার শুরু হয়। তখনও সৌদিতে আক্রান্ত ছিল না। গত ২ মার্চ প্রথমবার দেশটিতে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। দুই মাসেরও বেশি সময়ের মধ্যে তা ৫০ হাজার ছাড়াল।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১০:২২ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।