এশিয়া কাপ ক্রিকেট যে বাতিল হচ্ছে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলি আগেই জানিয়েছিলেন। এবার সেটাই আনুষ্ঠানিকভাবে জানান দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির কারণেই এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এসিসি।
সেপ্টেম্বরে এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না জেনে পাকিস্তান এই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব শ্রীলঙ্কার কাছে হস্তান্তর করেছিল।
এসিসি এই টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে বেশ কয়েকটি বৈঠক করে। ভিডিও কনফারেন্সের সেই বৈঠকে এসিসি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে এই টুর্নামেন্ট যে এই বছর আর আয়োজন করা সম্ভবপর হচ্ছে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল প্রায়। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার।
সেই আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবশ্যই সৌরভ গাঙ্গুলি এই টুর্নামেন্ট বাতিলের খবর মিডিয়াকে জানিয়ে দিয়েছিলেন। সৌরভের সেই মন্তব্যের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা গোস্বা করলেও কার্যত তাদের আর কিছুই করার ছিল না।
২০২০ সালের স্থগিত হয়ে পড়া এই টুর্নামেন্ট সামনের বছর অর্থাৎ ২০২১ সালে আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছে এসিসি। এই বছরের এশিয়া কাপ আয়োজনের স্বত্ব শ্রীলঙ্কার কাছে হস্তান্তর করেছিল পাকিস্তান। সেই হিসেব অনুযায়ী সামনের বছরের এশিয়া কাপের আয়োজক হবে শ্রীলঙ্কাই। সামনের বছরের জুনে এই টুর্নামেন্ট আয়োজন হতে পারে- এই আশায় আছে এসিসি। রোটোশন পদ্ধতি অনুযায়ী ২০২২ সালের এশিয়া কাপের আয়োজক হবে পাকিস্তান।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৭:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০
swapnochash24.com | sopnochas24