প্রতীকী ছবি
রাজশাহীর বাঘায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুয়েল আহম্মেদ (৩০) নামে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের এক শিক্ষক। বৃহস্পতিবার ভোরে বাড়ির ছাদের পিলারে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জুয়েল আহম্মেদ উপজেলার জোতরাঘব এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পটুয়াখালী কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে বিয়ে করেছিলেন ওই শিক্ষক। কিন্তু তার চাকরি এমপিওভুক্ত না হওয়ায় দাম্পত্য কলহ চরমে পৌঁছে। ছয় মাসের মাথায় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই শিক্ষক। এর আগেও চাকরি না হওয়া নিয়ে দুই দফা আত্মহত্যার চেষ্টা চালান তিনি। শেষে চাকরি হলেও তিনি এমপিওভুক্ত হতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিক আলামত দেখে তিনি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এনিয়ে তার পরিবারের কোনো অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।
তবে অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৯:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
swapnochash24.com | sopnochas24