রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেবর আলী নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৬৭০ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জালাল উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন ৪ হাজার ১২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
সোমবার (১৭ জুলাই) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক।
জানা গেছে, সীমানা জটিলতার কারণে দীর্ঘ এক যুগ পর এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যালট পেপারে ভোটগ্রহণ শেষে স্ব স্ব কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এই নির্বাচনে নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। হরিয়ান ইউপির মোট ভোটার ১৯ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৫০ জন ও নারী ভোটার ৯ হাজার ৬৭৮ জন। এক যুগ পর ভোট দিতে ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপচেপাড়া ভিড় ছিল। কেন্দ্রগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।
এ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়া জেবর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিদ্রোহী হিসেবে ভোটে অংশ নেওয়ার কারণে তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ১২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
swapnochash24.com | Anaet Karim