সংগৃহীত
দেশের উত্তর-পূর্বাঞ্চলের (হাওর অঞ্চল) প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলের কুশিয়ারা, মনু, খোয়াই ও সুতাং নদীর পানি আরও দ্রুত বৃদ্ধি পেতে পারে। ইতোমধ্যে সুতাং নদীর সুতাং রেল ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১ মে) হাওড় অঞ্চলের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তার পাশের ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা ও বরাক অববাহিকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা, মনু, খোয়াই ও সুতাং নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ মিলমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে এ সময়ে ভারতের পূর্বাঞ্চলের সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে বৃষ্টিপাত হয়নি।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৮:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০
swapnochash24.com | sopnochas24