হাওরের ৪৪ শতাংশ বোরো ধান কেটে কৃষক ঘরে তুলতে পেরেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
শনিবার (২৫ এপ্রিল) সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় কৃষিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের নানা উদ্যোগের ফলে হাওরের কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারছেন। ইতিমধ্যে ৪৪ শতাংশ ধান কেটে ঘরে তুলতে পেরেছেন কৃষকরা। অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী হাওরের কৃষকরা সময়মতো ধান ঘরে তুলতে পারবেন।’
কৃষিমন্ত্রী এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা/ উপজেলা/ ইউনিয়ন কৃষি বিভাগকে ধন্যবাদ জানান। পাশাপাশি কৃষিমন্ত্রী সামাজিক সচেতনতার ফলে কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ যারা ধান কাটায় এগিয়ে এসেছেন, কৃষকের ধান কেটে দিচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।
স্বপ্নচাষ/আর এস
বাংলাদেশ সময়: ৭:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |