ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে।
রবিবার রাতে বুকে ব্যথা শুরু হওয়ার পর ওই হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
দেশটির গণমাধ্যমে জানানো হয়, রবিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মনমোহন সিং।
কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা গত পরশু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ভিডিও কনফারেন্সে যোগ দেন। তখন কোনো শারিরীক সমস্যা ছিল না। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন হয়নি।
তিনি কী ওষুধ খেতেন, শারীরিক অবস্থা ঠিক কেমন ছিল খতিয়ে দেখছেন চিকিৎসকদের দল।
দুই বারের প্রধানমন্ত্রী ৮৭ বছর বয়সী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই হ্রদরোগে ভুগছেন। এর আগে ২০০৯ সালে দিল্লির এই হাসপাতালেই তার বাইপাস হার্ট সার্জারি করা হয়।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:১১ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |