ক্লাসে ঘুম এলে যা করবেন :
শিক্ষক: ক্লাসে ঘুমাচ্ছিস? সাহস তো কম নয়!
পিন্টু: স্যার ঘুমাই নাই তো…
শিক্ষক: বেঞ্চে মাথা রেখে ঘুমুচ্ছিলি।
পিন্টু: স্যার, কী যে বলেন! আপনে মধ্যাকর্ষণ শক্তি পড়াইতেছিলেন। তাই একটু প্র্যাকটিক্যাল করছিলাম।
শিক্ষক: মানে?
পিন্টু: স্যার, মাথার ভার ছেড়ে দিতেই ঘাড়সহ তা নিচে নেমে যাচ্ছিল। মানে মধ্যাকর্ষণের টানে বেঞ্চে মাথা…
আমাকে তুমি মরতে বলছো?
স্ত্রী: আমার চুল সব পেকে সাদা হয়ে যাচ্ছে!
স্বামী: ওহ, হ্যাঁ। তাই তো।
স্ত্রী: সো, হোয়াট শুড আই ডু?
স্বামী: ডোন্ট ওরি। জাস্ট ডাই!
স্ত্রী: হ্যাঁ! আমাকে তুমি মরতে বলছো?
কোথায় কারা শান্ত হয়?
প্রশ্নকর্তা: অবিবাহিত যুবকরা কোথায় গেলে শান্ত হয়ে যায়?
প্রার্থী: যেখানে ওয়াইফাই আছে।
প্রশ্নকর্তা: আর বিবাহিতরা কী দেখে শান্ত হয়ে যায়?
প্রার্থী: ওয়াইফ মানে বউয়ের রক্তচক্ষু দেখে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |