দেবদত্ত সরকার
টানা ১০ দিন প্রাইম মেডিকেলের (রংপুরে অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) আমার ভাতিজীর চিকিৎসা নেওয়ার পর, ৭ মে ৩টার দিকে নিয়ে আসি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে! যেখানে তেলাপোকা, ছাড়পোকা আর বিড়ালের বসবাস! সব ওয়ার্ড মিলে মাত্র ১ জন ডিউটি ডাক্তার পেলাম! পেয়েইং কেবিন চাইলাম বললো নাই অথচ বাস্তবে কেবিন ব্লকে দেখলাম সব কেবিন ফাঁকা এবং বাহির থেকে তালা!
আর সিস্টার, ওয়ার্ডের খালারাই সেখানে বড় নেতা! যাদের নেই কোনো মানষিক বিকাশ, অনেক রোগীরেই তুই-তুকারি করে। আমি এসব অন্যায়ের ভিডিও করতে গেলে আমার সাথে খারাপ আচরণ করে মোবাইল ফেলে দেয় নিচে। আর দালালের দৌরাত্নের কথা নতুন করে কি বলব!
সকল বিষয় নিয়ে আমার এক এএসপি (র্যাব) বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করে বুঝতে পারলাম এরা অনেক বড় সিন্ডিকেট এদের কাছে আমরা সবাই প্রায় অসহায়। হায় বাঙালি! হায় আমাদের মানসিকতা!!
প্রধানমন্ত্রী আপনি এত কিছু করেন (স্বাস্থ্যখাতে) এত টাকা ঢালেন আমাদের জন্য! আর আপনার কর্মচারীদের কাছে আমি আপনি সবাই ধরা!
কোথায় দিব আমরা এই বিচার, কোথায় যাবে তোমার এই অসহায় মানুষগুলো।
স্যালুট বাঙালি মানষিকতা!
সর্বোপরি স্বর্গবাসী হোক আমার ভাতিজী।
ভিডিও-সহ স্ট্যাটাসটি দেখতে ক্লিক করুন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |