• বৃহস্পতিবার ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    হুইপ ইকবালুর রহিমের শাশুড়ির জানাযা ও দাফন সম্পন্ন

    মো. আরমান হোসেন, দিনাজপুর প্রতিবেদক

    ০৪ জুন ২০২০ ৬:২৮ অপরাহ্ণ

    হুইপ ইকবালুর রহিমের শাশুড়ির জানাযা ও দাফন সম্পন্ন

    প্রতীকী ছবি

    দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের শাশুড়ি আয়েশা খাতুনের (৭৬) জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

    আজ বৃহস্পতিবার দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে ঈদগাহ মিনারে তার জানাযা সম্পন্ন করা হয়। জানাযা শেষে শহরের কসবাস্থ আলামিয়া গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

    জানাযায় অংশ নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুুদুল আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হেসেন বিপিএম, পিপিএম (বার), জেলা দায়রা জজ আব্দুল আজিজ ভুইয়া, দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, সাবেক হাবিপ্রবির উপাচার্য মো. রুহুল আমিন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার, পরিচালক ডা. নির্মল চন্দ্র সেন, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল হক ছুটু, বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ কলেজের উপাধ্যক্ষ ডা. নাদির হোসেন, সহযোগী অধ্যাপক ডা. নুরুজ্জামান, শিশু বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারসহ পরিবারের সদস্যবৃন্দ।

    উল্লেখ্য বার্ধক্য জনিত কারণে বুধবার (জুন) পৌনে বিকেল ৫টার দিকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা খাতুন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    এদিকে, আয়েশা খাতুনের মৃত্যুতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, শহর ও কোতয়ালী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছে।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৬:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।