ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেঙ্গু মশা থেকে নাগরিকদের সুরক্ষা দেয়ার লক্ষ্যে রোববার (১০ মে) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে করপোরেশন ।
শনিবার ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা তাদের নিজ-নিজ অধিক্ষেত্রে এ অভিযান পরিচালনা করবেন।
তিনি বলেন, ঘোষণা অনুযায়ী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি-ভবন-প্রতিষ্ঠান বিশেষ করে নির্মাণাধীন ভবনের ভেতরে-বাইরে, আশেপাশে কোথাও এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ এস এম মামুন বলেন, বিষয়টি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সবাইকে জানানো হয়েছে। এছাড়া ডিএনসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে গত তিনদিন ধরে এ বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে সর্বসাধারণকে অবগত করা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৬:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |