বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আর এই করোনা রোগে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫৪ লাখ ০৭ হাজার ৩৫০ জন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং এতে কয়েকশ মানুষের প্রাণহানির খবরের পর ছোঁয়াচে এই রোগটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকসাস ডিজিস এবং অ্যাকাডেমি অব মেডিসিনের যৌথ ওই গবেষণায় পাওয়া গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগীরা আর অন্য কাউকে আক্রান্ত করেন না। এমনকি নিজেরা পজিটিভ থাকলেও তখন আর অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে না।
সিঙ্গাপুরের ৭৩ জন করোনা রোগীর ওপর পর্যবেক্ষণের পর এ ফল পেয়েছেন গবেষকরা। আর এই ফলের ভিত্তিতে সেদেশে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেয়া হতে পারে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২৩ জন। সূত্র : ব্লুমবার্গ
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০
swapnochash24.com | sopnochas24