সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে সোমবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও সড়কের অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
পুরান ঢাকার ফায়ার সার্ভিস সদর দফতর থেকে শুরু হওয়া এ কার্যক্রমে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।
সোমবার (২০ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, গত ২৫ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের থেকে অধিদফতরের মহাপরিচালক এ কাজের উদ্বোধন করেন। এরপর থেকে ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালু আছে।
একই সঙ্গে সারাদেশে করোনা প্রতিরোধে পরিচ্ছন্নতার এই অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের উদ্যোগে জীবাণুনাশক পানি রাস্তায় ছিটানোর পাশাপাশি জরুরি কাজে রাস্তায় চলমান বিভিন্ন যানবাহনের চাকাও জীবাণুমুক্ত করার জন্য জীবাণুনাশক পানি স্প্রে করা হচ্ছে। এছাড়া ট্রাকে মাইক লাগিয়ে সকলকে ঘরে থাকার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বাইরে বের হলে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ৮:১৯ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |