মাত্র ২ ঘণ্টার ব্যবধানে বড় ভাই ও মাকে হারালেন ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
বড় ছেলে জসিম উদ্দিন হাজারীর মৃত্যুর শোক সইতে না পেরে মা দেল আফরোজ বেগম ইন্তেকাল করেছেন।
রোববার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডির বড় মেয়ের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যকালে ৪ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, জসিম হাজারী বুকে ব্যথা অনুভব করলে শনিবার রাত ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন।
এর দেড় ঘণ্টা পরই দুপুর ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন মা দেল আফরোজ বেগম।
মা-ছেলের মৃত্যুর খবরে ফেনী শহরের মাষ্টারপাড়ার লমি হাজারী বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০
swapnochash24.com | sopnochas24