সংগৃহীত
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর হিসাব রাখার দায়িত্ব সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)। তাদের তথ্যমতে, ২০ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৪৮ জন। যদিও তাদের ওয়েবসাইটেই অঞ্চলভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, করোনা রোগীর সংখ্যা দুই হাজার ৬০৫ জন। অর্থাৎ, বাকি ৩৪৩ জন কোন অঞ্চলের, সেই তথ্য উল্লেখ নেই।
সোমবার (২০ এপ্রিল) নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, নতুন ৪৯২ জনসহ দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট দুই হাজার ৯৪৮ জন। তাদের ওয়েবসাইটের ‘ডেট ওয়াইস কোভিড-১৯ কেস’ অংশ অনুযায়ীও দেশে আক্রান্ত রোগীর সংখ্যা একই।
আইইডিসিআরের অঞ্চলভিত্তিক হিসাবমতে, ২০ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত ঢাকা মহানগরীতে ১ হাজার ১৭৪ জন, মহানগরী বাদে ঢাকা বিভাগে ১ হাজার ১০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৮ জন, সিলেট বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, বরিশাল বিভাগে ৪৭ জন এবং রাজশাহী বিভাগে ১২ জন।
ঢাকা মহানগরীসহ সব বিভাগের রোগীর সংখ্যা যোগ করলে দাঁড়ায় মোট দুই হাজার ৫০৬ জন। ফলে স্বাস্থ্য অধিদফতর দুই হাজার ৯৪৮ জন করোনা রোগীর কথা বললেও বাকি ৩৪৩ জন কোন অঞ্চলের, সেই তথ্য নেই।
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে কিছু অঞ্চলের করোনায় আক্রান্ত রোগীর তথ্য তুলে ধরে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’ তবে ওয়েবসাইটে অঞ্চলভিত্তিক করোনা রোগীর সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, ‘অনেকের হাসপাতালের অ্যাড্রেস দেয়া আছে, হাসপাতালের টেলিফোন নম্বর দেয়া আছে, সেসব ক্ষেত্রে এসব তথ্য পাওয়া একটু ডিফিকাল্ট (জটিল) হচ্ছে। আমরা কালেক্ট করতেছি, আর আপডেট করতেছি। প্রতিদিনই রোগী নতুন নতুন যোগ হয়, তো লেটেস্ট যে রোগী থাকে, তাদের অনেকের তথ্যও মিসিং (বাদ) থাকে। সেগুলো (বাদ যাওয়া) সংগ্রহ করি আবার আবার নতুন যোগ হয়-এভাবে চলে।’
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১২:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |