সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বাসায় গিয়ে খাদ্যসামাগ্রী পৌঁছে দিচ্ছেন।
এ সব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, লবণ, ছোলা, পেঁয়াজ, মুড়ি ও হাত ধোয়ার সাবান।
শুক্র ও শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ৪০০ পরিবারের বাসায় বাসায় এ সব খাদ্যসামগ্রী পৌঁছে দেন আনোয়ার হোসেন।
বিএনপি সমর্থিত এ কাউন্সিলর প্রার্থী বলেন, আমার ওয়ার্ডে বেশিরভাগ মানুষ নিম্নআয়ের। এ ছাড়া অনেক মধ্যবিত্ত শ্রেণির মানুষ রয়েছেন যারা কারো কাছে কিছু চাইতে পারেন না। আমি কিছু মানুষের তালিকা করে তাদের বাসায় গিয়ে খাদ্য সহায়তা দেয়ার চেষ্টা করেছি। আশা করি তালিকা অনুযায়ী এ সপ্তাহের মধ্যে আরও এক হাজার পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পারব।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১০:২৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim