ফাইল ছবি
পাবনায় একদিনে ৬ স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার শনাক্ত হওয়া এসব ব্যক্তিদের মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ স্টাফসহ ৭ জন রয়েছেন। অন্যজনের বাড়ি ভাঙ্গুড়ার।
এ নিয়ে পাবনা জেলায় ২৫ জনের করোনা শনাক্ত হল। পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মামুন আব্দুল্লাহ জানান, ৯ মে সাঁথিয়া হাসপাতালের এক ইপিআই টেকনিশিয়ানের করোনা শনাক্ত হয়। এর পরদিন হাসপাতাল স্টাফদের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে নমুনা পরীক্ষার ফলাফলে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া অন্যজন ভাঙ্গুরার।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24