• শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ‌দিনাজপুরে ক‌রোনায় প্রথম মৃত্যু

    স্বপ্নচাষ ডেস্ক

    ০৫ মে ২০২০ ৪:৩৬ পূর্বাহ্ণ

    ‌দিনাজপুরে ক‌রোনায় প্রথম মৃত্যু

    প্রতীকী ছবি

    দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১ মে মারা যাওয়া সদর উপজেলার ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এটা জেলায় প্রথম কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু। সোমবার রাত আটটার দিকে ওই ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস।

    স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রানীগঞ্জ এলাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন এই ব্যক্তি। ১ মে তিনি ভাটায় কাজ করতে যান। দুপুর হতে হতে দুবার বমি হয় তাঁর। পরে তাঁকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ওই দিনই তাঁকে স্থানীয় শ্মশানঘাটে সৎকার করা হয়।

    ওই ব্যক্তির ভাই জানান, বেশ কিছুদিন ধরে তাঁর ভাই জন্ডিসে ভুগছিলেন। তাঁর ধারণা ছিল, তাঁর ভাই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

    সিভিল সার্জন আবদুল কুদ্দুস বলেন, যেহেতু ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাই উত্তর গোবিন্দপুর বেশিয়াপাড়া এলাকাকে লকডাউন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সৎকারকাজে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেলে যে চিকিৎসক ও নার্স ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    সিভিল সার্জন আরও জানান, সোমবার পর্যন্ত জেলা থেকে ৭৯০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ৬৮০টি ফলাফল হাতে এসেছে। এর মধ্যে ১৭ জন করোনা শনাক্ত হয়েছেন। গত ১৪ এপ্রিল প্রথম করোনায় আক্রান্তদের মধ্যে চারজনকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানান তিনি।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৪:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।